কবি নিধি ইসলাম

এখন শহরটা অসুস্থ অসুস্থ সমাজ সংস্কৃতি
অসুস্থ তুমি আমি যেন এক একটা মানসিক রোগী ,
এখন একটা খোলা আকাশ চাই চাই সবুজ মেশানো মাটি
চাই দম ফেলার মত একমুঠো মুক্ত বাতাস।

পাখি হ‌ওয়ার স্বপ্ন থাকলেও 
ডানার অভাবে আকাশে ওড়া হবে না কোনোদিন ।
বিষাক্ত পৃথিবীর কনন্টাইমেন্টে থাকতে থাকতে
কোয়ারান্টিনের আইশোলেশনে রয়ে গেছি বহুদিন।

গ্রামের মেঠো পথে সবুজের মাঝে মিশে মিশে 
নিজেকে সুস্থ করে ফিরে আসতে চাই শহরের বুকে
তখন সেরে যাবে পৃথিবীর এই জটিল অসুখ।
এখন শহরের বুকে সবাই এক একটা বিকারগ্রস্ত রুগী
অবিশ্বাসের চোখে দেখে পরস্পরের দিকে 
মানসিকতার ভারসাম্য হারিয়ে ।

আমি শহর থেকে পালাতে চাই দূরে বহুদূরে
পৃথিবীর ধুলো কাদা মেখে অজস্র জলীয় কাব্য
সৃষ্টি করতে চাই মনের সুখে ;
একটু মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে
আবার নতুন করে গলা ছেড়ে গাইবো গান
এই সুন্দর পৃথিবী তোমার আমার —

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *