সর্বনেশে খেলা

কবিতা

0
955

কবি তাহমিনা বেগম

কবুতরের বাকবাকুম ডাক, মোরগের কুককুরো হাঁকে দূরের মসজিদ থেকে ভেসে আসা মুয়াজ্জিনের সুমধুর আযানের ধ্বনি পৃথিবীতে নতুন একটি দিনের সূচনা পর্ব।
পাখির কিচিরমিচির,ফুলের ঘ্রাণ,গাছের সবুজ পাতা

নির্মল বায়ু, একটু হাল্কা শারীরিক কসরৎ অতপর

রমনায় বেঞ্চিতে বসে শরীরের কিঞ্চিৎ রেস্ট

সারাদিনের কর্মচাঞ্চল্যতার পূর্বের সময় ছিল বেস্ট।


থেমে আছে সবহাত পায়ে বেড়ি

ধূর্ত সময়ের কাছে পরাজিত সবি

আদিতে ফিরে গেছে 

মহাপ্রলয়ে ধ্বংসের মুখোমুখি

 মৃতপ্রায় গুহার আবারো হাতছানি 

সর্বত্র ফিসফিস 

আজরাঈল কখন এসে উপড়ে নিবে খাঁচার পাখি

হতাশ! হতাশ! ত্রাস!

কি সর্বনেশে খেলা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here