কবি আজম পাটোয়ারী
উড়ে গেল পানকৌড়ি
জল ছেড়ে উড়ে গেল সাই সাই
করে,
আর পেছনে পড়ে রইল তার
গায়ের জলফোটা সাথে কতক
ছোট্ট মৃদু কম্পন।
আমি দেখি তাকে দেখি
হরহামেশা
আমার বাড়ির পাশে
ছোট্ট নদীর বাঁকে।
কখন সকাল কখনও বিকেল
মাঝে সাঝে সন্ধ্যা কিংবা ভরদুপুরেও
দেখি তাকে।
উড়ে গেল পানকৌড়ি
আপন স্বপ্ন সাজাতে
নতুন স্রোতের আহ্বানে,
পেছনে রেখে অতীতের গাথা।
কত দিন কত মাস কত বছর
সত্যি আমি দেখেছি তাকে,
আমার আত্নার অতলে
চিনচিনের ব্যথার অনুভবে।
এমনি করে চলে সময়
এমনি করে আগামির পথ,
আবর্তনের মহাছন্দে মায়া
কাব্য রচে নির্ভূতে।
আমি দেখেছি সেই পানকৌড়ি
আমার চারপাশে জলামাঠ
ছেড়ে উড়ে গেছে দূরে,
সাজাতে নতুন করে
আপন বাসনার লালসে।
উড়ে গেল পানকৌড়ি
উড়ে গেল জলকনা
ছড়িয়ে বাতাসের আবেগে,
আমি কত শত দেখেছি তাকে
আমার ছোট্ট নদীর বাঁকে।