ফ্লোরেন্স তোমার নাম

কবিতা

0
1265

কবি শেখ শাহারিয়ার কবির

ঠিক চোখের পলকেই তুমি এসেছিলে।

সেই মিষ্টি মুহূর্তে আমি দেখেছিলাম প্রথম তোমাকে,,,,

কিছুই জানিনা কিন্তু তোমার হাসিমুখ।

হ্যা,তুমিই যোগ্য অসীম ভালবাসা পাওয়ার।

অব্যক্ত অনুভূতি আমি দেখেছিলাম আমার হৃদয়গহীনে,,,,

আমি হলফ করেছি তোমাকে প্রিয়।

তোমার নাম ফ্লোরেন্স শেষ নিঃশ্বাস

অবধি আমি তোমাকে দেখতে চাই।

কোথায় ছিলে তুমি আমার

দীর্ঘ একাকিত্ব সময়ে? ওহ!

পুতুলের মত কত সুন্দর তুমি!

আশ্চর্যরকম সৌন্দর্য আমার চারপাশে।

কাছে এসো,কাছে এসো,

আমাকে ভালবাস প্রিয়।

চাঁদনীরাতে তোমাকে দেখেছিলাম,

তুমি জ্যোতিময় ছিলে তারার মতন,

আমি দ্বিগুণ শক্তিশালী হয়েছিলাম

তোমার সৌন্দর্যের জ্যোতিতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here