নন্দিনী

0
1000

কবি নাসিফ আহমেদ

তোমার লাল শাড়ির আঁচলের ছোয়ায়,
হেটে চলা ঝুম বৃষ্টিতে আমরা দুজন।

কবিতার ছন্দের মিলটা না হয় নাই বা হলো চিরন্তন। 
টিপ পড়া মায়াবী মুগ্ধ টোলে,

 নীলাভ হাসি ঢেউ খেলে যায়,

আজকে আমি মত্ত হবো,

তোমার প্রেমে সন্ধ্যে বেলায়।
সূর্য টা নিভে গেলে তোমার হাত ধরে হাটব,

নিকোটিনে ভরা শাড়ির আচল আঁকড়ে ধরে থাকব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here