মানুষের খোঁজে

0
1026

কবি আলাউদ্দিন খান

আমি মানুষ সদা খুঁজে বেড়াই মানুষের বিধাতাকে।
কখনো খুঁজিনি আমি মানুষ মানুষের মাঝে।
দিক দিগন্তে তাকাই শুধু ঘৃনা ভরে আদম জাত মানুষেরে।
কে কোন জাত বর্ন ধর্ম কোন দেশ বাসি।
চেষ্টা করে দেখি নাই কভু সকলেই সকলেরে ভালোবাসি।
এ হীন মনোভাবে বার বার নিজেকে করেছি হীন হতেও হীন।
তাইত বিশ্ব জোড়া ঝগড়া বিবাদ আমি ঘৃনীত ঘৃন্য।
শ্রেষ্ট সৃষ্টি মানুষ হয়ে ও মানুষের মাঝে খুঁজেছি কোন বাহানায় ভেদাভেদ।
খুঁজে বুঝেছি সকল মানব একই জাত, কিন্তু চাল চরিত্রে এনেছে ব্যাবচ্ছেদ।
তাই প্রত্যয় জেগেছে মনে,এক আল্লাহতে রাখিব দৃঢ় বিশ্বাস।
যেমন বন্ধ হলে শ্বাস প্রশ্বাস হয়ে যাব লাশ।
জাতি ধর্ম বর্ন রহেনা তাতে কোন ভিন্নতা আভাস।
বিবাদ বিসম্বাদ ফেলে দিয়ে পিছে।
সব বিভেদ ভুলে এক সাথে মিশে,
সমতা ঐক্যে ভালোবাসায় গড়ি এক শান্তির আবাস।
যেথা কেহ নহে প্রভু, কেহ রহিবেনা কারো দাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here