বাবুল আকতার

একদিকে চৈত্রের অবসানে অচৈতন্য হিংস্রতার বলি নুসরাত,
অন‍্যদিকে আসন্ন নববর্ষের স্নিগ্ধ আয়োজনে উদিত প্রভাত।
আমি কোনদিকে যাবো?
সতেজ দগ্ধের হৃদক্ষরন নিয়ে কেমনে উৎসবে গাঁ ভাসাবো ?

আমাকে ক্ষমা কর বৈশাখ,

আমি পারবোনা এ শোক বুকে নিয়ে ক্ষণিকের জন্য বাঙ্গালী হতে

বটমূলে গিয়ে পান্তা ইলিশ খেতে।

আমাকে ক্ষমা করিস বোন, আমরা হয়তো পারবোনা

তোর উপর কুৎসিত বর্বরতার সঠিক সময়ে সঠিক বিচার করতে।

তুইতো দেখেই গেছিস আমাদের আমলাতান্ত্রিক ফাঁক-ফোঁকর গলিয়ে

তনু সাগর-রুনির হত্যাকাণ্ডের প্রহসনতা,

এখন চলছে-চলবে কিছুদিনের জন্য শোক, বিদ্রোহ, মিছিল, মিটিং, তদন্ত…..
ক’দিন পর আর থাকবেনা মনে তোর কথা।

শোন বৈশাখী, লোক দেখানো নামাজ পড়ার মত

একদিনের বাঙ্গালী হতে পারবোনা আমি ,

যে মৃত্যু বা সংস্কৃতি দুদিন পর ভুলে যেতে হবে,

ভুলে যেতে হবে নুসরাতকে, সে স্রোত অদামী।

সকল পাশ্চাত্যের পরগাছা নির্মুল যেদিন হবে,

তনু, নুসরাতের জনসমক্ষে হবে যেদিন বিচার,

সেদিন হবো তূপ্ত, সেদিন স্বতস্ফুর্ত আনন্দে ভেসে,

আপন ঐতিহ‍্যে নিজহাতে সরাবো আঁধার।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *