কবি তাপস বৈরাগী
মনে যদি না থাকে হাসি,
নীরব বেদনায় করি হাহাকার,
তবুও মনে রেখো বসন্ত আসবেই তব আঙিনায়।
শিমুল পলাশ যদি না ফোটে,
বনে বনে কোকিল যদি না গায় গান,
তবুও মনে রেখো বসন্ত আসবেই তব আঙিনায়।
জ্যোৎস্না যদি আলো না ছড়ায়,
তারকারাজি যদি মুখ ফিরিয়ে নেয়,
তবুও মনে রেখো বসন্ত আসবেই তব আঙিনায়।
ফুলোরাশি যদি কভু ঝরে যায়,
খাল-বিল-ডোবা যদি শুকিয়ে যায়,
তবুও মনে রেখো বসন্ত আসবেই তব আঙিনায়।
বাসন্তী শাড়ী যদি তুমি না পড়ো,
ঋষিবটতলায় যদি ঘুরতে না যাও কভু,
তবুও মনে রেখো বসন্ত আসবেই তব আঙিনায়।
হয়তো তুমি আর হাসবে না,
আগেরমতো আর ভালবাসবে না,
তবুও জেনে রেখো বসন্ত আসবেই তব আঙিনায়।।