নাজমুল হক প্রধান

আজকে মা দিবস।মাকে সালাম করার মাধ্যমে সব মায়েদের প্রতি আমার সহস্র সালাম। প্রত্যেকের জীবনে মাকে নিয়ে অজস্র স্মৃতি আছে।কারো মা আছে কারো মা পরপারে। সবার জন্যই আমীন।আমার মা প্রায় নব্বই ছুঁই ছুঁই। সঙ্গরোধে গ্রামের বাড়িতে। এরমধ্যেই এক সপ্তাহ ধরে বার্ধক্যজনিত অসুখে বিছানায়। প্রায় মার সঙ্গেই সময় কাটাই।আমার শৈশব ছাড়া এতো নিবিড় মায়ের সঙ্গে কোন সময়ই ছিলাম না।শুধুমাত্র একটি বিষয় ( মায়ের) অবতারনা করবো। আমার গলাধাক্কা পাসপোর্ট জলপাইগুরি ও শিলিগুড়ি যাওয়ার স্বভাব ছিল বোম্বাই ছবি দেখতে।সেবার ঢাকা থেকে এসেছি টাকা যোগার করছি।মা জেনে বলছে বেটা ওভাবে যেওনা অন্য দেশ। পাসপোর্ট করে যাও।কে কার কথা শোনে।আমি আমার বন্ধু নজরুল সহ সীমান্ত অতিক্রম করে মামাতো ভাই রাজ্জাক ভাইয়ের বাড়িতে উনি ভোলাপাড়া হাইস্কুলে প্রধান শিক্ষক। স্কুলে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে। আমাকে দেখে তাজ্জব। তাড়াতাড়ি লোককে ডেকে স্কুলে দরখাস্ত পাঠিয়ে ছুটি এবং আমাদের জলপাইগুড়ির গাইড। সেটা ১৯৮২ সালের ২৪ শে মার্চ। রুপস্রি হলে ছবি দেখছি উওম ও সৌমিত্রের স্ত্রী। হলের ভিতরে খবর পেলাম বাংলাদেশে এরশাদ হ্মমতা দখল করেছে। আশ্চর্য হইনি কারন এরশাদ কিছুদিন ধরেই ক্ষমতা দখলের পায়তারা করছিলেন। যাক ছবি শেষ করে চাউলহাটি মামাতে ভাইয়ের বাড়িতে পোলাও ভাত খেয়ে রাত বারোটার দিকে সীমান্তমুখি হলাম বাড়িতে আসবো বলে।যেখানে অাধা ঘন্টায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পরার কথা সেখানে আমরা পথ ভুল করে একটা পাড়ার সামনে।কুকুরের ঘেউঘেউ।। সমস্ত পাড়ার মানুষ জয় বাংলার চোর বলে চিৎকার। আমি নজরুলকে বললাম রক্ষা নাই জমির আইলের সঙ্গে সেটিয়ে শুয়ে পর।আমিও তাই করলাম।বিদ্যুতের ঝলকানির মতো টর্চ এর আলো।আর ভাবছি কেন মা’ র কথা শুনলাম না।ধরা পড়লে বেদম প্রহার আর কারাবাস তাও আাবার ভিনদেশে চুরির অপরাধে।এভাবে কিছুক্খন পর চুপচাপ পরিবেশ হলে বুঝলাম আমরা ভারতের ভিতরেই। নতুন করে দিক নির্নয় করে যখন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ ঢুকলাম এবং নিশ্চিন্ত হয়ে বাড়ির দিকে তখন বোধকরি রাতভোর।এক চৌকিদার বেটা কালোবাজারি মনে করে হুঙ্কার দাড়াও কে।আমিও পাল্টা হুঙ্কার দাঁড়াও বেটা তোকে খুঁজছি।চৌকিদার দৌড়ে পালিয়ে গেল।আমি বাড়িতে এসে দেখি মা কোরআন শরীফ পড়ছেন।আমার শব্দ পেয়েই কাছে ডেকে আমাকে হাত দিয়ে স্পর্শ করে দেখছেন কিছু হয়েছে কিনা এবং বললেন আমি সারারাত তোমার জন্য কোরআন পড়েছি ঘুমাইনি। এভাবে আর ইন্ডিয়া যেওনা। আমার মা আজ অসুস্থ। দোয়া করবেন।

লেখক: সাবেক এমপি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাসদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *