ডি কে সৈকত : সুশান্ত রাজপুতের মৃত্যুতে বিহারের পাটনায় যেন জ্বলছে আগ্নেয়গিরি, ক্ষোভে আর প্রতিবাদে মানুষ প্রতিনিয়ত ধিক্কার জানাচ্ছে। মানুষের এই ক্ষোভ দিনের পর দিন বেড়েই চলছে, আর সে কারণে সুশান্ত সিং রাজপুতের জন্মস্থান বিহার রাজ্যে নিষিদ্ধ হতে পারেন স্বজনপ্রীতির অভিযোগে দোষী বেশ কয়েকজন বলিউড বড় তারকা। এদের মধ্যে করণ জোহর, আলিয়া ভাট ও সালমান খান উল্লেখযোগ্য। ভারতীয় গণমাধ্যম সুশান্ত রাজপুতের ভক্তদের সাথে কথা বলেছেন। ভক্তরা দাবী জানিয়েছেন, বলিউডে স্বজনপ্রীতি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই ক্ষোভ আর প্রতিবাদ চলবেই। এছাড়া ভক্তরা আরো দাবী করেছেন, পরোক্ষভাবে যাদের কারণে সুশান্ত সিং রাজপুত মৃত্যুর পথ বেছে নিয়েছে সেই সব অভিযুক্ত সকল তারকাদের বিহার রাজ্যে যেন নিষিদ্ধ করা হয়। ইতিমধ্যে সুপারস্টার সালমান খানের জনপ্রিয় ফ্যাশন প্রতিষ্ঠান বিয়িং হিউম্যানের শোরুমগুলো বন্ধ করে দিয়েছে। এর সাথে জনপ্রিয় এই তিন তারকার সকল চলচ্চিত্রও বন্ধ করতে চান। সুশান্ত রাজপুতের এক অন্ধ ভক্ত সলিল মিশ্র বলিউড হাঙ্গামাকে বলেন, ‘আমরা সালমানের কোন কিছু এই বিহার রাজ্যে মেনে নেব না। তার দোকান বিয়িং হিউম্যান কোন কাপড় এই রাজ্যে বিক্রি করতে পারবে না। তার কোন ছবি এখানে প্রদর্শিত হতে পারবে না।’ আলিয়া ভাট ও করণ জোহরের বেলায়ও সুশান্ত সিং রাজপুতের ভক্তদের এমন প্রতিবাদ অব্যহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *