ডি কে সৈকত: নারায়ণগঞ্জ-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য শামীম ওসমান গত ২২ জুন সোমবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে দৃঢ়তার সহিত বলেন, “কোভিড-১৯ বৈশ্বিক মহামারীতে নারায়ণগঞ্জে যে ল্যাবটি স্থাপন করা হয়েছে সেই ল্যাবে করোনাভাইরাস শনাক্তের জন্য ইয়েলো কিট সাপোর্ট করে। কিন্তু সাপ্লাই দেওয়া হয়েছে ৩০ হাজার রেড কিট। আমি স্পষ্ট জানাতে চাই, যারা ব্যবসা বা ধান্দা করতে চান তারা জেনে রাখুন এটা কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দেশ। টাইম ইউ কামিং, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা যখন তরুণ ছিলাম এক সময় আওয়াজ উঠেছিল ‘তুই রাজাকার’। সামনে আওয়াজ উঠবে ‘তুই চোর’।”