প্রতীক্ষার হৃদ কথন
কবি মুহাম্মদ আব্দুল লতিফ হাজার বছর ধরে প্রতীক্ষা করছি প্রতীক্ষায় আছি লক্ষ বছরের প্রেম নিয়ে হয়ত তুমিও অপেক্ষা করছ কোটি বছরের ভালবাসা পুঞ্জিভূত করে। শরতের স্বচ্ছ আকাশে এক পাল সাদা বক যখন নীল ক্যানভাসে আঁচড় কাটতে কাটতে উড়ে যাবে গন্তব্যহীন যাত্রায় আমরা চার চোখের ক্লান্তিহীন চেয়ে থাকায় মুগ্ধ হবো। ভাববো আমরাও হয়ত এমনিভাবেই উড়ে যেতে…