কবি হাসান বাবু
ভালবাসি এ কথাটা হয়নি আজও বলা,
ভেবেছি বুঝে নিবে তুমি লালিত মনের অনুভবে।
হয়তো বুঝাতে পারিনি বা বুঝনি
তুমি আমার আপনতা।
বিশ্বাস শব্দটি হারিয়ে গেছে আজ দু’জনার,
কিছু ভুল কিছু অভিমানে ।
মৃত্যু সবারই খুব সন্নিকটে,
যে কোন সময় দরজায় কড়া নাড়বে গোপনে।
ভুল গুলো কি ভুলই থেকে যাবে বন্ধু জীবনে আমার,
শুধরানো কি হবে না সময়,
নাকি থেকে যাবে অব্যক্ত ভালবাসায় একে জলরঙ।