এ ঘর আমার নয়

কবিতা

0
1029

পশ্চিম বঙ্গ থেকে

কবি সুলেখা সরকার

আর কতটা কাঁদলে ফুরিয়ে যাবে শুষ্কতা

দূরত্বেরও সীমা থাকে কিছুটা নিঃস্বতা।

 যে জল প্রতিবিম্ব ফেরত দেয় না

নিশ্চলতায় লুকিয়ে রাখে হুহু খিদে

তার দোষ কি বলো ?

 বুকে নাও।

 আদর করো। 

সহস্র বছর জড়িয়ে রেখেছি পাহাড়,

 এখন জন্মের ভালোবাসা

কুড়িয়ে নিতে চাই উপবাসীর মত। 

সুখ এক সত্যের নাম

আদিম সঙ্গম থেকে উঠে আসা তীর্থস্থান

 সে তীর্থস্থলে রেখে গেলাম তোমার শয্যা, সিংহাসন। 
আজ একা থাকার দিন। 

খুব আপন করে নিজেকে ভালোবাসার দিন। 

সকল ভালোলাগা ফেলে চলে যাবার দিন। 

ঠিক কতখানি হাসলে কান্না ফুরিয়ে যায় 

জিজ্ঞেস করো না আজ! 

 বাক্যে ফুটে থাক নম্রতা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here