কবি বাবুল আকতার
পুষ্পের মেলায় সজ্জিত শহীদ মিনারের বুক
দুটি ক্র্যাচে ভর করে নকল পা,
শব্দ তোলে ঠকা-ঠক,ঠকঠক
টোকায় বিরহের সুর
বাংলার মাটিতে তাল মিলায়।
হঠাৎ আড়ষ্ট হয়ে দাঁড়ায়
উলঙ্গ দুটি নিঃস্বাড় পা,
উদ্বেলিত মীনারের পাদদেশে চুম্বনরত
অশ্রু প্লাবনে মিতালী ঘটায ফুলের পাপড়ি।
অযাচিত কটা সেকেন্ড ধংস হয়
কিছু যেন বলতে চায়,
কাঙ্ক্ষিত হাত স্পর্শ করে মীনারের তিনটি অসমান লম্ব
পরম তৃপ্তিতে বুকের গভীরে লুকায়িত চাঁপা নিঃশ্বাস
মিলিয়ে যায় মীনারের নিস্তব্ধ দেহে।
হাতের ফুলকে মুক্তি দেয়
পঞ্চাঙ্গুলের বন্দি থেকে পঙ্গু আগন্তক।
আচমকা ভেসে উঠে অস্পষ্ট কিছু বেদনার আর্তি,
ঘুরে দাঁড়ালো পঙ্গু আগন্তক দুটি ক্র্যাচে
নকল পা শব্দ তোলে ঠকা-ঠক, ঠকঠক।।