মাহফুজুর রহমান: করোনার ভাইরাসের  অচল হয়ে পড়েছে  বিশ্ব। মাঠে খেলাধুলা নেই। ক্লাব ও ফেডারেশনগুলোর আয়ের পথ বন্ধ হয়েছে। এমন অবস্থায় ফুটবলকে বাঁচাতে উদ্যোগ নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত শুক্রবার ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো ফিফার সদস্য দেশগুলোকে ১৫০ মিলিয়ন ইউএস ডলার অর্থ সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশি অর্থ মূল্যে যা ১ হাজার ২৭৫ কোটি টাকার সমান। ফিফার করোনার তহবিল থেকে অর্থ পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। জানা গেছে, বাফুফের অ্যাকাউন্টে আসবে ফিফার পাঁচ লাখ ডলারের অনুদান। বাংলাদেশি অর্থ মূল্যে যা চার কোটি ২৫ লাখ টাকার মতো।

ফিফার সদস্যভুক্ত মোট ২১১ সদস্যকে এ সহায়তা সমানভাবে ভাগ করে দেওয়া হবে।  এই সহায়তার পাশাপাশি ফরোয়ার্ড ২.০ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় অন্যান্য সুবিধা পাবে বাফুফে। ফিফা থেকে অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে । 8C���(�4�m

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *