২০১৯ এ ফোল্ডেবল ফোন যতটা সাড়া ফেলার কথা ভাবা হচ্ছিল ঠিক ততটা হয় নি। এবার দেখার পালা ২০২০ এ বাজার ধরতে সক্ষম হয় কিনা এই নতুন ডিজাইনের স্মার্টফোনগুলো। তবে এটা কতটা বাজারে টিকে থাকবে সেটা হয়তো এ বছরের মাঝেই বোঝা হয়ে যাচ্ছে।
স্মার্টফোনে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুনত্ব। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে বাজারে এসেছে ভাঁজ করার উপযোগী ডিসপ্লে সহ ফোন।
মূলত বড় স্ক্রিনের ভাবনা থেকেই শুরু হয়েছিল ভাঁজযোগ্য ফোনগুলোর। আমাদের পকেট বা হাত কোনটাই খুব বড় আকারের যন্ত্র বয়ে বেড়ানোর উপযোগী নয়। আর তাই, যদি স্মার্টফোনের স্ক্রিনকে ভাজ করে ছোট করে পকেটে রাখা যায় তবে তো সেটা মন্দ নয়। এতে করে স্মার্টফোনে ভিডিও দেখা, বই পড়ার মত কাজগুলো হচ্ছে আর স্বাচ্ছন্দ্যে। তাছাড়া বড় স্ক্রিন মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও খুব বেশি সুবিধাজনক।
মটোরলা, হুয়াওয়ে, স্যামসাং এর মত কোম্পানিগুলো সামনে আরো কিছু ফোল্ডেবল ফোন আনার কথা ভাবলেও ফোল্ডেবল ফোনের বিলীন হয়ে যাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই।