স্টাফ রিপোর্টার: সোহান সরকারের ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল মানুষের জন্য কিছু করার। সেই স্বপ্ন পুরণের পথেই হাঁটছেন সোহান সরকার।

সোহান সরকার নামটি প্রথম সামনে আসে কয়েক বছর আগে যখন তিনি লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। তরুণ লেখক হিসেবে তিনি সুনাম কুড়িয়েছেন। তার এখন পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা সাতটি। লেখালেখিতে “সোহান সরকার” নামটি ব্যবহার করলেও তার পুরো নাম মোঃ সোহানুর রহমান।

সোহান সরকারের জন্ম কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার পাটাধোয়া পাড়া গ্রামে। ছোটবেলায় ভাল ছাত্রও ভাল ছেলে হিসেবে এলাকায় সুপরিচিত ছিলো। ২০০৪ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় রাজিবপুর উপজেলায় প্ৰথমও কুড়িগ্রাম জেলার দ্বিতীয় হন তিনি। ২০১০ সালে রাজিব পুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়ে ভর্তি হন ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে। তারপর বিশ্ববিদ্যালয় ভর্তির প্রতিযোগিতায় সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আসে, কিন্তু পাননি পছন্দের বিষয় কম্পিউটার সায়েন্স। সুযোগ হয় দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংএ পড়ার।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি শেষ করে তিনি এমএসসি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্গানাইজেশন স্ট্রেটেজি এন্ড লিডার শিপ বিষয়ে এমবিএ পড়ছেন। বন্ধুরা যখন চাকরির পেছনে ছোটেন তখন তিনি স্বপ্ন দেখেন আলাদা কিছু করার, তিনিতো ছোটবেলা থেকেই কিছুটা আলাদা।

এলাকার মানুষের জন্য কিছু করার ভাবনা থেকে তিনি তার মতই সুন্দর চিন্তার কিছু তরুণদের সাথে নিয়ে গড়ে তুলেছেন তার উপজেলার জন্য প্রথম অনলাইন শপিং প্লাটফরম। ইতোমধ্যে তাদের অনলাইন শপ এলাকায় মানুষের আস্থাও জন প্রিয়তা অর্জন করেছে। বর্তমানে অনলাইন প্লাটফরমটি এলাকার তরুণদের কর্মসংস্থানেরও ব্যাবস্থা করছে।

তার টিমের তিনিই একমাত্র গ্রাজুয়েট। বাকিদের মধ্যে মোঃ জাহিদুল ইসলাম ইউনাইটেড ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ছেন। এছাড়া মোঃ সুজন মাহমুদ ইঞ্জিনিয়ারিংও কামরুল ইসলাম প্রান্ত মেডিকেল সায়েন্সে ডিপ্লোমা পড়ছেন। হাসান মোহাম্মদ নাঈম ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, শারাব আজমান পড়ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মিউজিক নিয়ে । টিমের সর্ব কনিষ্ঠ সদস্য ওয়াসিবুর রহমান সাগর এবারের এসএসসি পরিক্ষার্থী। বর্তমানে তারা ডেলিভারির ম্যানও কম্পিউটার অপারেটর হিসেবে একাধিক লোক নিয়োগ দিয়েছেন এবং আরো কিছুলোক নিয়োগের চেষ্টা করছেন।

অন লাইন শপ রাজিবপুর ডটকমে তারা ফাস্ট ফুড, ড্রেস থেকে শুরু করে বাজারের প্রায় সকল পণ্য ক্রয়ের সুবিধা রেখেছেন। সোহান সরকার স্বপ্ন দেখেন এই প্লাট ফরমটিকে একটি সর্বাধুনিক আঞ্চলিক অনলাইন শপিং প্লাটফরম হিসেবে প্রতিষ্ঠিত করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *