
নীড় হারা পাখি
কবি মোঃ আরিফ হোসেন একটা ছোট্ট পাখি, কিচিরমিচির ডাকে। সকাল কিনবা সাঝে, আমার হৃদয় মাঝে। নীড় হারা পাখি, ডাকে সে একাকি। আমার হৃদয় কোরবান হয়, পাখিটার শোকে। তুমি আমার ছোট্ট পাখি, ফিরে এসো সকল মায়া রাখি। হয়তো একদিন আসবে তুমি, আপন নীড়ে আপনার হয়ে ।