নির্ভূত আত্নবিলাপন

কবি আজম পাটোয়ারী পৌরষিক এই সমাজে আমি এক পুরুষ। সৃষ্টি দেখে আজ আমার পৈচাষিকতা, দেখে আমার নষ্ট মনের আবেগ রঙ্গতা দেখে প্রেম হীন কামনার অনুসর্গ। কখনো দেখে না ঐ সভ্যরা আমার মাঝে বসত করা এক আমি কে, আমার মাঝে বসত করা মানবতা কে। আদি পৃথিবীর বুকে আমি সাজিয়েছি নতুন দিনের পথ, সাজিয়েছি নব পত্র পল্লবে …

সুদূর তুমি

উম্মে কুলসুম মুন্নি কেমন আছো তুমি ?নিশ্চয়ই ভালো,কেননা এখন তুমি থাকোতোমার স্বপ্নের পৃথিবীতে ,যেখানে আছে তোমার সুখ,আনন্দ, ভালোবাসা, ভালোলাগা আর দুরন্ত মনের সব অনুভূতি  । কতটা অবুঝ আমি,না বুঝেই তোমার মনে অধিকার চেয়েছি ।আমার এলোমেলো ভাবনাগুলোডানা মেলে ছিল ঐ দূর নীল দিগন্তে ,রংধনুর বর্ণচ্ছটায় সেজেছিলসীমাহীন স্বপ্ন ছোঁয়ার বাসনায়,ভাসিয়েছিল সপ্তডিঙ্গাসাগরের নিলীমায়  । অথচ তুমি তো মগ্নঅন্য …

ক্ষত-বিক্ষত বক্ষ

কবি মোহাম্মদ আরিফ হোসেন নিঃশ্বাসে আজ অনুভব করি হৃদয়ের ঝিরি ঝিরি কষ্ট, ক্ষত-বিক্ষত বক্ষে তব করে দিলো সব নষ্ট। নিঃশ্বাস আজ বহে মৃদুলয়ে চিন্তারা সব আজ বন্দী, ক্ষত-বিক্ষত বক্ষে আমার করিলো না কেনো সন্ধি। নিঃশ্বাস আজ মরিতে চাহিয়া পারিলো না ছাড়িতে পিছুটান, ক্ষত-বিক্ষত বক্ষ মোর কে মারিলো বিষ বান।

কীভাবে রান্না করবেন চুইঝালে গরুর মাংস

নাজনীন তৌহিদ উপকরণগরুর মাংস———– ১ কেজিপেঁয়াজ কুচি ———–১ কাপরসুন কুচি ————৩ টেবিল চামচআদা বাটা ————১ টেবিল চামচলবণ —————-২ চা চামচগরম মশলা থেতো করা –আধা টেবিল চামচতেজপাতা ————২ টিহলুদ গুঁড়া ————আধা টেবিল চামচমরিচ গুঁড়া ———–২ চা চামচধনে গুঁড়া ————২ চা চামচভাজা জিরা গুঁড়া ——২ চা চামচচুইঝাল ————-২০০ গ্রামতেল —————পৌনে কাপ যেভাবে তৈরি করবেনকুকারে তেল গরম করে …

অনাধিকারের অধিকার

রকিব হোসেন (আঃকুদ্দুস) আমি বলছি না যে ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক। শুধু ঘরের ভিতর থেকে দরোজা খুলে দেবার জন্য, বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাতপাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না, আমি …

আরে বাহ্ ! কারিশমা

কবি এস আর এ হান্নান একলা চলার নাই যে গতি মিছেই তার দম্ভ অতি, উন্মত্ত্ব রোজ করতে ক্ষতি সেজে থাকে সমাজ পতি! আরেবাহ! কারিশমা। নানান কথা করে পয়দা ধ্বংস করার জানে কায়দা, কলম যেন আস্তো রামদা কেটে ছিড়ে লুটে ফায়দা! আরে বাহ্ ! কারিশমা। অন্য কারো নাইকো দরকার একাই যেন বড়ো কর্মকার, পাগলা ঘোড়া ছুটছে …

বৃষ্টির সংলাপ

ত্রিপুরা, ভারত থেকে কবি টিংকুরঞ্জন দাস টাপুর টুপুর বৃষ্টি সংলাপে পথঘাটের ভিজে প্রলাপে জোছনা তখন রেলিং এ অপেক্ষমান। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে জলের উর্দ্ধত্বকে দেখে নেয় গাছেদের উলঙ্গ স্নান। গায়ে গায়ে ষোড়শী পরশে মেঘমালার মিলন হরষে গুরুগম্ভীর বজ্রনাদে করে অভিযান। এপার ওপার জলের ধারায় মাটির বুকে আকাশ হারায় জোছনা জড়ানো চপল আত্মাভিমান।

হৃদয়ের ভূমি

তাহমিনা বেগম যে চোখে শুধুই ধূসরতা হাহাকার আর আর্তিতে হৃদয় ভরা চৈত্রের খরতাপে ভেতরে ক্ষরণ হতো ধূ ধূ বালুচর আর পাষাণী মেঘ কতো অনুনয় একটু তৃষ্ণা মেটাতে চেয়ে দাওনি তো একফোঁটা জল বুক ফেটে চৌচির। ক্লান্ত হতে হতে নুয়ে পড়েছি হাত ধরে দাঁড়াবার, বাঁচার আকুলতা গলেনি পাথর মন হিমালয়ের চোখ ভিজেছে গলে গলে পড়েছে পাষাণের …

এ ঘর আমার নয়

পশ্চিম বঙ্গ থেকে কবি সুলেখা সরকার আর কতটা কাঁদলে ফুরিয়ে যাবে শুষ্কতা দূরত্বেরও সীমা থাকে কিছুটা নিঃস্বতা।  যে জল প্রতিবিম্ব ফেরত দেয় না নিশ্চলতায় লুকিয়ে রাখে হুহু খিদে তার দোষ কি বলো ?  বুকে নাও।  আদর করো।  সহস্র বছর জড়িয়ে রেখেছি পাহাড়,  এখন জন্মের ভালোবাসা কুড়িয়ে নিতে চাই উপবাসীর মত।  সুখ এক সত্যের নাম আদিম …

ছাবি

সাইফুল ইসলাম তানভীর গত ২৫ জুন ২০২০ রাতে টোয়েন্টিফোর নিউজ টি ভি তে সংবাদ দেখছিলাম। উত্তরাঞ্চলে বন্যা চলছে সেটার লাইভ প্রতিবেদন দেখাচ্ছিল। সেখানের  একটি দৃশ্য দেখে শৈশবের গ্রামীন কথা মনে পড়ল !  দৃশ্যতে দেখা গেল এক মহিলা পানি থেকে ছাবি টেনে উঠাচ্ছেন। ছাবি কি জিনিস তা অনেকেই জানেনা !  এখন গ্রামে ছাবি তেমন দেখা যায়না। আমাদের …