কবি শাহীন চৌধুরী ডলি কোয়ারেন্টাইনে থাকতে বলেন, বলেই খালাস আবর্জনাময় পুঁতিগন্ধে করতে হয় বাসঘুপচি ঘরে গাদাগাদি দশ-বারোজনার আবাস বস্তিবাসী বঞ্চিত রই বিশুদ্ধ বাতাস। মায়ের শাড়ি মেয়ে পড়ি, বাবার লুঙ্গি ছেলে একপাতেই সবে খাই মরিচ পোড়া দিয়ে জড়াজড়ি, গলাগলি, চাটাইয়ে দেই রাত্রি পাড়ি কোয়ারেন্টাইনের ধার কেমনে ধারি? জানাই শোনেন, করোনার চেয়ে বড় রোগ ক্ষুধাতিন মিটার দূরত্ব প্রহসনের বোঝাতুলে ধরলাম নিদারুণ সত্যের …
কোয়ারেন্টাইন সাজা
