শামসুল আরেফিন খান পৃথিবীর ইতিহাসে অনেক হত্যাকাণ্ড ঘটেছে। মানুষে মানুষে অনেক খুনাখুনি হয়েছে। ধর্ম নিয়ে মারামারিতে মানুষ মরেছে সবচেয়ে বেশি। দুটো মহা যুদ্ধে এতো লোক মরেনি যত মানুষ মরেছে ধর্ম যুদ্ধে। রাজনীতিতে ক্ষমতা নিরঙ্কুশ করতে ব্যক্তি নিধন হয়েছে অত্যন্ত মর্মান্তিকভাবে। রোম সম্রাটকে ঈশ্বর মানতে নারাজ হওয়ায় মান্যবর যীশুকে নির্মমভাবে ক্রুশবিদ্ধ করে জনলোকে টাঙিয়ে রাখা হয় …
হে অনিরুদ্ধ মহামহিম তুমি ছিলে ,তুমি আছ , তুমি থাকবে
