কবি মোঃ আবুল বাশার হাওলাদার রক্তিম সূর্যোদয় আগের মতোই ছিল, আকাশ নীল ছিল, মৃদু বাতাস বইছিল, খণ্ড খণ্ড সাদা মেঘ আকাশে ভাসছিল, পাখিরা নিজ ঠিকানা ছেড়ে আগের মতোই উড়ছিল, প্রখর রোদে তপ্ত পৃথিবী আগের মতোই ছিল, কৃষ্ণচূড়ার পত্রপল্লবে আগুনলাল ফুলের সমারোহ ছিল, গাছের সবুজ পাতাগুলো সূর্যরশ্মির স্পর্শে ঝলমল করছিল, সবকিছু এমনভাবে বিন্যস্ত ছিল যেন প্রকৃতি …
এক অচেনা বৈশাখ
