কবি এস আর এ হান্নান একলা চলার নাই যে গতি মিছেই তার দম্ভ অতি, উন্মত্ত্ব রোজ করতে ক্ষতি সেজে থাকে সমাজ পতি! আরেবাহ! কারিশমা। নানান কথা করে পয়দা ধ্বংস করার জানে কায়দা, কলম যেন আস্তো রামদা কেটে ছিড়ে লুটে ফায়দা! আরে বাহ্ ! কারিশমা। অন্য কারো নাইকো দরকার একাই যেন বড়ো কর্মকার, পাগলা ঘোড়া ছুটছে …
আরে বাহ্ ! কারিশমা
