
ফেরা
কোলকাতা থেকে রাজর্ষি বিশ্বাস সারা রাত জেগে বসে থাকে মনসিজ। ঘুম আসে না কিছুতেই। এমনিতেই কদিন ধরে ঠিক মত ঘুম হচ্ছে না। সিগারেট খাওয়াটাও বেড়েছে এই উদ্বাসিত জীবনে। বন্দীদশা যেন কাটতেই চায় না। এই ক’টা দিন যেন তার ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। বিকালে হসপিটালের ড: রায় জানিয়ে গেছেন, আগামীকাল সকালে টেস্টের রিপোর্ট আসবে। রিপোর্ট…