পানগুছি নদীর তীরের ফেলে আসা দিন
সাইফুল ইসলাম তানভীর আমার শিশু কিশোর বয়সের সময়টা কেটেছে বাগেরহাট, ঢাকা এবং চট্টগ্রাম শহরে। তখন বাবা বিদেশী একটা সংস্থার মহাসচিব ছিলেন। এজন্য বারবার এখান থেকে সেখানে ! জন্মস্থান বাগেরহাটের মোরেলগঞ্জে দাদার বাড়িতে। নানাবাড়িও একই উপজেলায়। মজার ব্যাপার আমাদের মোরেলগঞ্জের মধ্য দিয়ে যে বিশাল পানগুছি নদী বয়ে গেছে-এই নদীর তীরেই অতি নিকটে আমার দাদার বাড়ি এবং…