কবি আসমানী গুলতেকিন তোমার কোনও ধারণা আছে ? তোমার সাথে একটা মিনিট কথা বলব বলে, সারাটা দিনই আমি কত কত সময়কে অবহেলা করেছি। এ নিয়ে তোমার কখনও অনুশোচনা হয়। তোমার কোনও ধারণা আছে ? আমার প্রতি তোমার একটুখানিও অবহেলা, আমায় কতটা অসীম যন্ত্রণায় রেখে দেয়। এ নিয়ে তোমার কখনও অনুশোচনা হয়। তোমার কোনও ধারণা আছে? …
নির্বোধ
