
অসীম সাহা ও আত্নবিলাপন
কবি আজম পাটোয়ারী উড়ে গেল পানকৌড়ি জল ছেড়ে উড়ে গেল সাই সাই করে, আর পেছনে পড়ে রইল তার গায়ের জলফোটা সাথে কতক ছোট্ট মৃদু কম্পন। আমি দেখি তাকে দেখি হরহামেশা আমার বাড়ির পাশে ছোট্ট নদীর বাঁকে। কখন সকাল কখনও বিকেল মাঝে সাঝে সন্ধ্যা কিংবা ভরদুপুরেও দেখি তাকে। উড়ে গেল পানকৌড়ি আপন স্বপ্ন সাজাতে নতুন স্রোতের…