
হৃদয়ের ভূমি
তাহমিনা বেগম যে চোখে শুধুই ধূসরতা হাহাকার আর আর্তিতে হৃদয় ভরা চৈত্রের খরতাপে ভেতরে ক্ষরণ হতো ধূ ধূ বালুচর আর পাষাণী মেঘ কতো অনুনয় একটু তৃষ্ণা মেটাতে চেয়ে দাওনি তো একফোঁটা জল বুক ফেটে চৌচির। ক্লান্ত হতে হতে নুয়ে পড়েছি হাত ধরে দাঁড়াবার, বাঁচার আকুলতা গলেনি পাথর মন হিমালয়ের চোখ ভিজেছে গলে গলে পড়েছে পাষাণের…