
মেঘ না চাইতেই বৃষ্টি- (১ম খণ্ড)
আমেরিকা থেকে শামসুল আরেফিন খান একসময় নিজেকে খুব অসহায় ভাবতে শুরু করেছিলাম।ষাট সালের এপ্রিলে বয়স ২০ বছর শেষ হয়েছে। মে মাসে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। টায়টোয় বিএটা কোনরকম পাশ করেছি।আইয়ুবের সামরিক শাসনের খড়্গ ছিল মাথার ওপর।টেষ্ট পরীক্ষা দিতে পারিনি। তবুও সেন্ট আপ হলাম ঢাকা কলেজ থেকেই। ইউনিয়নের ভি-পি বলে কথা।হুলিয়া মাথায় নিয়ে জগন্নাথ কলেজ সেন্টারে পরীক্ষা…